পোস্টগুলি

নভেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুবীর ঘোষের প্রযোজনায় প্রতীক কর্মকার ও দেবারতির নতুন শ্যামা পূজার গান

ছবি
  রিপোর্ট : মৌসুমী গাঙ্গুলী সৌমিতা মুভিজ এবং সুবীর ঘোষের প্রযোজনায় আসছে নতুন কালী পূজোর গান "শ্যামা মা" ।‌ গানটির সুর , সঙ্গীত আয়োজন এবং মিউজিক সৃষ্টি ‌করেছেন সংগীত পরিচালক, প্রতীক কর্মকার এবং গানটি গেয়েছে দেবারতি দাশগুপ্ত সরকার। গানটি লিখেছে প্রতীক এবং শ্যামল কর্মকার। গানটি রেকর্ড হয়েছে প্রতীকের নিজস্ব স্টুডিও "পি.আর স্টুডিওস" এ। প্রতীক জানিয়েছেন - " আমাদের গানটি বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজোর গান হয়ে থেকে যাবে কারণ গানটা আমি এমন ভাবে তৈরি করেছি এবং সৃষ্টি করেছি যাতে বয়স ৮ থেকে ৮০ পর্যন্ত সবাই এতে কোমর দোলাতে পারে এবং পূজোর যে আমেজ সেটা উপভোগ করতে পারে। শ্যামা পূজার গান সাধারণত এরকম ভাবে হয় না।" গানটি ১২ই নভেম্বর এ প্রকাশ হচ্ছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে।  প্রতীক এবং "শ্যামা মা" গানটির পুরো টিম, এই গানটি নিয়ে খুব আশাবাদী।