পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিল্পীরত্ন সম্মান পেলেন সংগীত পরিচালক প্রতীক কর্মকার

ছবি
  রিপোর্ট : মৌসুমী হালদার গত ১০ ই ডিসেম্বর ক্যালকাটা থিওসফিকাল সোসাইটিতে অনুষ্ঠিত হলো নৈবেদ্য প্রকাশনী আয়োজিত ❝শিল্পী হওয়া সোজা নয়❞ সম্মান সম্মেলন। । এই সম্মেলনের মঞ্চ থেকে বর্তমানের বিশিষ্ট মিউজিক ডিরেক্টর প্রতীক কর্মকার কে শিল্পীরত্ন সম্মানে সম্মানিত করা হয়। প্রতীক কর্মকার টলিউডের একজন বিশিষ্ট সংগীত পরিচালক, গীতিকার, মিউজিক এরেঞ্জার এবং প্রচুর টেলিভিশন সিরিয়ালে ওর গান এবং মিউজিক শ্রোতারা শুনতে পেয়েছেন এবং এখনো পান । এছাড়াও প্রতীক "পি. আর. স্টুডিওস"  মিউজিক কোম্পানির কর্ণধার এবং একাধারে নিজের মিউজিক স্টুডিওর কাজ ও সামলে চলেছেন।  প্রতীক কে শিল্পীরত্ন অ্যাওয়ার্ড এবং সম্মান টি তুলে দেন নৈবেদ্য প্রকাশনীর কর্ণধার মৌসম মুখার্জি এবং প্রকাশক শুভম মুখার্জি। প্রতীকের মতন একজন প্রকৃত রূপে শিল্পীকে সম্মানিত করতে পেরে মৌসম  এবং শুভম তাদের আবেগ এবং উচ্ছ্বাস ব্যক্ত করে।