পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অন্বেষা, প্রতীক এবং দেবজিতের "রিংটোনে বিসমিল্লাহ" নিয়ে শ্রোতাদের উত্তেজনা তুঙ্গে

ছবি
রিপোর্ট : চন্দ্রিমা দেব অন্বেষা দত্তগুপ্ত, প্রতীক কর্মকার এবং দেবজিত দত্তের নতুন কাজ "রিংটোনে বিসমিল্লাহ" প্রকাশ হতে চলেছে ৭ ই আগস্ট। গানটির কলা কুশলীদের মতে , এই গানটিতে সংগীত পরিচালক প্রতীক কর্মকার একা হাতে এবং দক্ষতার সাথে সামলেছে অনেকগুলো দিক যেমন গানটির সঙ্গীতায়োজন ( music arrangement) , মিউজিক প্রোগ্রামিং, সাউন্ড ডিজাইনিং এবং গানটির মিক্সিং ও মাস্টারিং । গানটি লিখেছেন মধুমিতা ভট্টাচার্য। এবং গানটির সুর করেছেন দেবজিত দত্ত। গানটি গেয়েছেন অন্বেষা এবং দেবজিত, দুজনে মিলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে গানটি নিয়ে পোস্ট করাতে অন্বেষা, প্রতীক এবং দেবজিতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ, শ্রোতাদের উত্তেজনা একেবারে তুঙ্গে। প্রতীকের সাথে আমাদের প্রতিনিধির সাক্ষাৎকারের সময় , প্রতীক বলেন -- " অন্বেষার মতো একজন দক্ষ গায়িকা এবং দেবজিতের মতন একজন দক্ষ গায়কের সাথে কাজ করতে গেলে নিজের ২০০ শতাংশ দিতে হয়। খাস করে যখন আমি জানি যে গানটা পুরোপুরি ভাবে রূপ পাবে আমার হাত ধরে। কারণ আমি গানটির এতগুলো দিক সামলাচ্ছি। অন্বেষা এবং দেবজিত দুজনেই আমার খুব প্রিয় শিল্পী এবং এত সুন্দর একটা টিমের স...