অন্বেষা, প্রতীক এবং দেবজিতের "রিংটোনে বিসমিল্লাহ" নিয়ে শ্রোতাদের উত্তেজনা তুঙ্গে



রিপোর্ট : চন্দ্রিমা দেব

অন্বেষা দত্তগুপ্ত, প্রতীক কর্মকার এবং দেবজিত দত্তের নতুন কাজ "রিংটোনে বিসমিল্লাহ" প্রকাশ হতে চলেছে ৭ ই আগস্ট। গানটির কলা কুশলীদের মতে , এই গানটিতে সংগীত পরিচালক প্রতীক কর্মকার একা হাতে এবং দক্ষতার সাথে সামলেছে অনেকগুলো দিক যেমন গানটির সঙ্গীতায়োজন ( music arrangement) , মিউজিক প্রোগ্রামিং, সাউন্ড ডিজাইনিং এবং গানটির মিক্সিং ও মাস্টারিং । গানটি লিখেছেন মধুমিতা ভট্টাচার্য। এবং গানটির সুর করেছেন দেবজিত দত্ত। গানটি গেয়েছেন অন্বেষা এবং দেবজিত, দুজনে মিলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে গানটি নিয়ে পোস্ট করাতে অন্বেষা, প্রতীক এবং দেবজিতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ, শ্রোতাদের উত্তেজনা একেবারে তুঙ্গে।


প্রতীকের সাথে আমাদের প্রতিনিধির সাক্ষাৎকারের সময় , প্রতীক বলেন -- " অন্বেষার মতো একজন দক্ষ গায়িকা এবং দেবজিতের মতন একজন দক্ষ গায়কের সাথে কাজ করতে গেলে নিজের ২০০ শতাংশ দিতে হয়। খাস করে যখন আমি জানি যে গানটা পুরোপুরি ভাবে রূপ পাবে আমার হাত ধরে। কারণ আমি গানটির এতগুলো দিক সামলাচ্ছি। অন্বেষা এবং দেবজিত দুজনেই আমার খুব প্রিয় শিল্পী এবং এত সুন্দর একটা টিমের সাথে কাজ করতে পেরে আমি সত্যিই আপ্লুত। "


গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয় মুম্বাইয়ের একটি রেকর্ডিং স্টুডিওতে যেহেতু অন্বেষা এবং দেবজিৎ সেই সময় দুজনেই মুম্বাইয়ে ছিলেন কিন্তু প্রতীক কলকাতায় বসে সম্পূর্ণ অডিও প্রোডাকশনের কাজটা সামলেছেন। গানটির অডিও টি প্রকাশ হচ্ছে দেবজিতের নিজস্ব মিউজিক কোম্পানি, ডিডি মিউজিক ওয়ার্ল্ড থেকে এবং গানটির অডিও ডিস্ট্রিবিউটর প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানী, PR Studios । 


গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হচ্ছে । মিউজিক ভিডিও টির ডিরেকশন দিচ্ছেন পরানতাপ মুখার্জি এবং ওনার টিম। মিউজিক ভিডিওটি প্রকাশ হবে দেবজিতের ইউটিউব চ্যানেল, "দেবজিত দত্ত অফিশিয়াল" থেকে।


 বলাই বাহুল্য অন্বেষা, প্রতীক, এবং দেবজিতের "রিংটোনে বিসমিল্লা" প্রকাশ হওয়ার আগেই অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে এবং দর্শকদের মনে উত্তেজনা তৈরি করেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাঁটছড়া বাঁধতে চলেছে সংগীত পরিচালক প্রতীক কর্মকার এবং বান্ধবী, স্বর্ণালী বিশ্বাস।

"রঙ-পঞ্চমী" র প্রধান অতিথি সংগীত পরিচালক প্রতীক কর্মকার

প্রতীক কর্মকারের উপস্থিতি তে হল শারদীয়া ম্যাগাজিন - দুর্গা কথা এবং ঐন্দ্রীর প্রকাশ