গাঁটছড়া বাঁধতে চলেছে সংগীত পরিচালক প্রতীক কর্মকার এবং বান্ধবী, স্বর্ণালী বিশ্বাস।

 
                                              

রিপোর্ট : রূপাঞ্জনা মৈত্র


বন্ধুত্ব থেকে ভালোবাসার গল্প আমরা অনেকে শুনেছি কিন্তু সংগীত পরিচালক প্রতীক কর্মকার এবং বান্ধবী তথা পেশায় শিক্ষিকা, স্বর্ণালী বিশ্বাসের প্রেমের কাহিনী সত্যি রূপকথার মত।


প্রতীক এবং স্বর্ণালীর প্রথম দেখা হয় যখন "এই শহর" নামক একটি ফিল্মের প্রচার করতে প্রতীক শিলিগুড়ি যায়। সেখানেই প্রথম দেখা এবং প্রথম দেখাতেই বন্ধুত্ব হয়ে যায় দুজনের। সাত বছরের বন্ধুত্বের পর প্রতীকের মনে হয় স্বর্ণালীকে নিয়ে সে সারা জীবন টা কাটিয়ে দিতে পারবে। ভাবনা মতই স্বর্ণালীর কাছে প্রস্তাব যায় এবং প্রতীকের কথায় স্বর্ণালী এক মুহূর্ত না ভেবে, সরাসরি প্রতীকের সাথে সারাজীবনের জন্য পথ চলতে আগ্রহ জাহির করে। আর এই ভাবেই, দু বছর আগে, বন্ধুত্ব থেকে সারা জীবনের সঙ্গী হওয়ার গল্পটাও তৈরি হতে থাকে।।


স্বর্ণালী পেশায় একজন স্কুল শিক্ষিকা এবং শিলিগুড়িতে মা এবং বাবার সাথেই থাকে। স্বর্ণালী ব্লু হেভেন একাডেমী নামক একটি স্কুলের শিক্ষিকা ।  স্নাতক স্তর পাশ করার পর স্কুল শিক্ষিকা রূপে যোগদান করে স্কুলে।


সবার অলক্ষে , এই বছরের ফেব্রুয়ারি মাসে, দুই পরিবার শিলিগুড়িতে একসাথে মিলিত হয় এবং সেখানেই ঠিক হয় যে এই বছরের ডিসেম্বর মাসে প্রতীক গাঁটছড়া বাঁধবে স্বর্ণালী সাথে। যদিও তারিখ এখনো জানা যায়নি তবে ডিসেম্বরে শুরুতেই শুভ কাজ সু সম্পন্ন হওয়ার কথা আছে।

ছবি : কৌস্তুভ দত্ত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"রঙ-পঞ্চমী" র প্রধান অতিথি সংগীত পরিচালক প্রতীক কর্মকার

প্রতীক কর্মকারের উপস্থিতি তে হল শারদীয়া ম্যাগাজিন - দুর্গা কথা এবং ঐন্দ্রীর প্রকাশ