সুশান্ত দেওয়ানের নতুন প্রকল্পের Theme Song তৈরি করলেন সংগীত পরিচালক প্রতীক কর্মকার

 

রিপোর্ট : নবনীতা দাস

টলিউডের সংগীত পরিচালক গায়ক প্রতীক কর্মকার এবার জুটি বাঁধলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুশান্ত দেওয়ানের সাথে এবং তৈরি করলেন নতুন গান PaySmart Swayam থিম সং। গানটি প্রতীক নিজে লিখেছেন, সুর করেছেন ,সমস্ত বাদ্যযন্ত্র নিজে বাজিয়েছেন এবং গানটির মিক্সিং মাস্টারিং ও করেছেন, নিজের স্টুডিওতে ।


প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো মহিলাদের আরো শক্ত করা, তাদের আরো কর্মঠ করা, তাদের শক্তি বাড়ানো এবং বিনা ইনভেস্টমেন্টে নতুন ব্যবসা শুরু করার একটি প্রকল্প । এই প্রকল্পে শুধু একটি স্মার্টফোনের দরকার | নিজস্ব আধার কার্ড থাকলেই মহিলারা ব্যবসা শুরু করতে পারবেন কোন পুঁজি ছাড়া । এটি খুব একটি সুন্দর প্রকল্প যা সুশান্ত দিওয়ান ভেবেছেন মহিলাদের জন্য এবং তাদের হাত আরো শক্ত করার জন্য। যারা এই প্রকল্পের লাভ উঠাতে চান তারা অতি শীঘ্রই সুশান্তদার সাথে যোগাযোগ করুন ।


প্রকল্পটির থিম সং তৈরি করলেন টলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এবং গানটি Callertune হিসেবে সবকটি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে থাকবে এবং সমস্ত ডিজিটাল মিউজিক স্টোরসে পাওয়া যাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাঁটছড়া বাঁধতে চলেছে সংগীত পরিচালক প্রতীক কর্মকার এবং বান্ধবী, স্বর্ণালী বিশ্বাস।

"রঙ-পঞ্চমী" র প্রধান অতিথি সংগীত পরিচালক প্রতীক কর্মকার

প্রতীক কর্মকারের উপস্থিতি তে হল শারদীয়া ম্যাগাজিন - দুর্গা কথা এবং ঐন্দ্রীর প্রকাশ