সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকারের নতুন গান "আমি ভালো নেই" এর কাজ শুরু হলো PR Studios এর প্রযোজনায়
টলিউডের সঙ্গীত পরিচালক ও গায়ক প্রতীক কর্মকারের নতুন গান "আমি ভালো নেই" এর কাজ আরম্ভ হল গতকাল, প্রতীকের নিজস্ব স্টুডিও এবং মিউজিক কোম্পানি, PR Studios এ । গানটির অডিও ভার্শন প্রতীকের মিউজিক কোম্পানি PR Studios থেকে প্রকাশিত হবে।
প্রতীক নিজে হাতে গানটি কম্পোজ, সঙ্গীতায়োজনঃ, রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন এবং নিজের হাতে প্রতিটি বাদ্যযন্ত্র একা বাজিয়েছেন । গানটি লিখেছেন সোমরাজ দাস এবং গানটি গেয়েছেন Zee TV SAREGAMAPA finalist এবং Indian Idol খ্যাত গায়ক, দেবজিত দত্ত।
প্রতীক জানান - "সবাই যখন ক্রিসমাসে নিজেদের কাছে লোকের সাথে সময় কাটানো এবং আনন্দ করতে ব্যস্ত তখন আমরা আমার স্টুডিওতে ব্যস্ত আমাদের কাজ নিয়ে এবং কাজের মাধ্যমেই আমরা আমাদের ক্রিসমাস উদযাপন করছি। আমি ভালো নেই গানটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি গান আজকের দিনে । প্রচুর লোক এটার সাথে Relate করতে পারবে কারণ এখন প্রায় সবাই কিছু না কিছু নিয়ে তাদের পারসোনাল জীবনে ভালো নেই । সোমরাজ খুব ভালো লিখেছে গানটা এবং প্রথমে যখন আমার assistant গানটা narrate করে আমার সামনে, তখনই আমার ভাল লেগে যায় এবং খুব প্রাসঙ্গিক লাগে এবং আমার টিমের পক্ষ থেকে সোমরাজ কে কন্টাক্ট করা হয় এবং তারপরেই কাজ শুরু হয় । দেবজিতের সাথে আমার এটিও চতুর্থ নম্বর কাজ এবং দেবজিত আমার খুব কাছের একজন বন্ধু এবং কলিগ এবং আমরা একে অপরকে খুব রেসপেক্ট করি। এই বছরে আমার ৭৫ টি গান প্রকাশ হয়েছে এবং সেটির মধ্যে মানুষ ৪৫ টি গানকে ট্রেন্ডিং এ রেখেছেন । আমি আশা করছি এই গানটি কে উনারা সমানভাবে উনাদের মনে জায়গা দেবেন।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন