সংগীতপরিচালক প্রতীক কর্মকার এবং পরিচালক তন্ময় মন্ডলের জুটি এবার বড় পর্দায় এবং অভিনব চরিত্রে
শ্রী নারায়না ফিল্মস প্রযোজিত এবং তন্ময় মন্ডল এর পরিচালনায় বাংলা ফিচার ফিল্ম "দম" খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে আপনার নিকট প্রেক্ষাগৃহে। এই ছবিতে অভিনয় করেছেন মনোজ মিত্র এবং কল্যাণী মন্ডল এর মত দক্ষ এবং মেগা অভিনেতারা এবং তার সাথে শীর্ষ অভিনেতা হিসেবে রয়েছে অর্পণ ব্যানার্জি এবং অভিনেত্রী হিসেবে রয়েছে অর্পিতা দেব। অন্যান্য চরিত্রে রয়েছেন শিশু শিল্পী আকাঙ্ক্ষা , গোবিন্দ রাজ পন্ডিত, ঈশান রায় এবং অন্যান্যরা। ছবিটির চিত্রগ্রহণে রয়েছে সৌভিক হালদার এবং নৃত্য পরিকল্পনা রয়েছে সুযুগ কুমার । সিনেমাটির এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন তন্ময় নিজেই ।
কিন্তু এই ফিচার ফিল্ম এ আমরা টলিউডের অন্যতম সঙ্গীত পরিচালক, প্রতীক কর্মকারকে পাব একটি অন্য রূপে। সিনেমার সমস্ত ডাবিং এর কাজ হয়েছে প্রতীকে নিজের স্টুডিও - PR Studios এ। এবং সমস্ত ডাবিং টা রেকর্ড করা প্রতীকের নিজের এবং বলাই বাহুল্য যে সংগীতপরিচালক প্রতীক কর্মকার এখানে একজন ডাবিং রেকর্ডিস্ট হিসেবে কাজ করেছেন এবং এবং প্রতীক জানিয়েছে যে এটি ওনার ডাবিং রেকর্ডিস্ট হিসেবে কাজ করা তৃতীয় নম্বর ফিচার ফিল্ম। আগে তিনি এই চরিত্রে বিভিন্ন ওয়েব সিরিজ এবং দুটি ফিল্ম এ কাজ করেছেন । প্রতীক জানিয়েছেন পরিচালক তন্ময় মন্ডল কে কখনো সে না করতে পারে না, তাই শুধুমাত্র তন্ময় এর কথায় সে এই ফিল্মটি তে যোগ দিতে রাজি হয় এবং প্রতীক এবং তন্ময়ের জুটি এবার বড় পর্দায় পা রাখল কিন্তু ভিন্ন ও অভিনব চরিত্রে ।
তন্ময় শুধুমাত্র এই ফিল্মটি পরিচালনায করেননি, তার সাথে ফিল্মটির এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক টাও তিনি করেছেন। ফিল্মটির সংগীত পরিচালনা করেছেন সুদর্শন দাশ এবং তন্ময় নিজে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন