প্রতীক এবং অন্বেষার গান "যদি তুমি জানতে" র মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে NIRI 9 ইউটিউব চ্যানেল থেকে

 



সম্প্রতি শেষ হলো টলিউডের সংগীত পরিচালক প্রতীক কর্মকারের এবং জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্তের গাওয়া নতুন গান "যদি তুমি জানতে" র মিউজিক ভিডিওর শুটিং। এই মিউজিক ভিডিওটি মুক্তি পাচ্ছে 18 ই জানুয়ারি, NIRI 9 ইউটিউব চ্যানেলে ।


গানটি লিখেছেন গীতিকার নির্মাল্য ঘোষ এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তন্ময় চক্রবর্তী। মিউজিক ভিডিওটিতে আমরা দেখতে পাবো অভিনেত্রী অর্পিতা সেনাপতি কে এবং মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন রিতম দাস এবং নবকুমার দাস ।


প্রতীক জানিয়েছেন সে মিউজিক ভিডিওটি নিয়ে খুব আশাবাদী এবং ভিডিও টিমের কাজ দেখে সে খুব আপ্লুত। প্রতীক ধন্যবাদ জানিয়েছেন NIRI 9 অ্যাপ কে এবং তার সাথে Niri 9 এর কর্ণধার যুন্মনি দেবী খাউন্ড কে। ১৮ই জানুয়ারি মিউজিক ভিডিওটি মুক্তি পাচ্ছে Niri 9 ইউটিউব চ্যানেলে এবং প্রতীক তার শ্রোতাদের অনুরোধ করেছে যাতে তারা  Niri 9 youtube channel টি সাবস্ক্রাইব করেন এবং প্রতিবারের ন্যায় এইবারও গানটিকে সমান ভালোবাসা দেয়। 


গানটির মিউজিক ভিডিও শুট হয়েছে চুঁচুড়া তে এবং গানটির প্রযোজক নির্মাল্য ঘোষ জানিয়েছেন যে কলাকুশলীরা খুব খাটাখাটনি করে এবং খুব যত্ন করে মিউজিক ভিডিওটি তৈরি করেছে এবং এবং দর্শকরা মিউজিক ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাঁটছড়া বাঁধতে চলেছে সংগীত পরিচালক প্রতীক কর্মকার এবং বান্ধবী, স্বর্ণালী বিশ্বাস।

"রঙ-পঞ্চমী" র প্রধান অতিথি সংগীত পরিচালক প্রতীক কর্মকার

প্রতীক কর্মকারের উপস্থিতি তে হল শারদীয়া ম্যাগাজিন - দুর্গা কথা এবং ঐন্দ্রীর প্রকাশ