PR Studios এর নিবেদনে Tollywood Canvas এর মুখোমুখি অভিনেতা, মৃন্ময় ভদ্র



ইতিমধ্যে প্রকাশিত হয়েছে টলিউডের সংগীতপরিচালক প্রতীক কর্মকার এবং জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্তের গান "যদি তুমি জানতে" এর মিউজিক ভিডিও এবং তাতে নজরবিহীন অভিনয় করেছেন অভিনেতা মৃন্ময় ভদ্র । PR Studios এর কর্ণধার প্রতীক কর্মকার এর দৌলতে Tollywood Canvas এর মুখোমুখি হয়েছিল মৃন্ময় । আসুন পড়েনি মৃন্ময় তার সাক্ষাৎকারে কি বলেছেন।


Tollywood Canvas - "যদি তুমি জানতে" মিউজিক ভিডিও তে কাজ করার প্রতিক্রিয়া কেমন ?

Mrinmoy : কাজ টি করার সুযোগ পেয়ে আমি খুব খুশি ৷

গানটি প্রথম বার শুনেই, আমর খুব পছন্দ হয়েছিল ৷

গানটির প্রতিটা লাইন সত্যি মন ছুয়ে যায়৷

ত্রবং গানটির ভিডিও শুট করা নিয়ে, আমি খুব Excited ছিলাম ৷


Tollywood Canvas : NIRI 9 এর মতো একটি National App এর সাথে যুক্ত হতে পেরে তোমার কেমন লাগছে?

Mrinmoy : NIRI 9 App এর সাথে যুক্ত হতে পেরে, আমি সত্যি খুব আনন্দিত ৷ নিরি নাইন ত্রর অংশ হতে পেরে আমি সত্যি খুশি ৷ আশা রাখছি আগামী দিনে নিরি নাইন এর থেকে আরোও অনেক কাজ করার সুযোগ পাবো ৷


Tollywood Canvas : এই মিউজিক ভিডিওটিতে তুমি একজন প্রেমিক হিসেবে অভিনয় করেছ ,এই চরিত্র ছাড়া তুমি আর কোন কোন চরিত্রে অভিনয় করেছ ?

Mrinmoy : প্রেমিক চরিত্রে বেশি কাজ করেছি, ইচ্ছে আছে সুযোগ পেলে সব রকম পজিটিভ চরিত্রে কাজ করার ৷


Tollywood Canvas : "যদি তুমি জানতে" মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েগেছে, তো দর্শক এবং শ্রোতাদের থেকে কেরকম রিঅ্যাকশন পাচ্ছ?

Mrinmoy : গানটি সবাই খুব পছন্দ করেছে, ত্রবং ভিডিও টি সবার খুব ভালো লেগেছে ৷ 


Tollywood Canvas : তোমার Inspiration কে?

Mrinmoy : আমার Inspiration আমার "মা" "বাবা" ৷


Tollywood Canvas : প্রেম-ভালোবাসায় তুমি বিশ্বাসী , নাকি এসব জিনিসের থেকে একটু দূরে থাকতেই পছন্দ করো?

Mrinmoy : ভালোবাসায় বিশ্বাসী, কিন্তু প্রেম ভালোবাসা এসব থেকে নিজেকে ত্রকটু দূরে রাখতে পছন্দ করি ৷


Tollywood Canvas : পরবর্তী কি কি কাজ আসতে চলেছে তোমার?

Mrinmoy : এখন সেভাবে বলতে পারছি না কিন্ত আশা রাখছি, আগামি দিনের কাজ গুলোও সবার খুব পছন্দের হবে৷


Tollywood Canvas : তোমার দর্শক এবং শ্রোতাদের জন্য কিছু বার্তা

Mrinmoy :  সবাই ভালোবাসবেন, পাশে থাকবেন ত্রবং বড়ো রা আশিরর্বাদ করবেন, আর অনেক কাজ যেনো আপনাদের উপহার দিতে পারি ৷
ত্রবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাঁটছড়া বাঁধতে চলেছে সংগীত পরিচালক প্রতীক কর্মকার এবং বান্ধবী, স্বর্ণালী বিশ্বাস।

"রঙ-পঞ্চমী" র প্রধান অতিথি সংগীত পরিচালক প্রতীক কর্মকার

প্রতীক কর্মকারের উপস্থিতি তে হল শারদীয়া ম্যাগাজিন - দুর্গা কথা এবং ঐন্দ্রীর প্রকাশ