২৫০০০ প্লে ছাড়ালো "আমি ভালো নেই" গানটি এক দিনে - জানালেন সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এবং তার সংস্থা, PR Studios

 



প্রতীক কর্মকার, যিনি এখনকার টলিউডের একজন নামকরা সঙ্গীত পরিচালক এবং মিউজিক অ্যারেঞ্জার বলা যেতে পারে, তিনি এই গানটির স্রষ্টা এবং গানটি কম্পজ করা থেকে সঙ্গীত আয়োজন এবং গানটির মিক্সিং মাস্টারিং সর্বত্রই প্রতীকের হাতে হয়েছে। গানটি প্রকাশ হয়েছে প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি,  PR Studios থেকে । প্রতীক জানিয়েছেন যে "আমি ভালো নেই" গানটির ইতিমধ্যে প্রত্যেকটি ডিজিটাল মিউজিক স্টোরস গুলিতে জনপ্রিয় হয়ে উঠেছে এবং একদিনে ২৫০০০ প্লে অতিক্রম করেছে সবকটা ডিজিটাল মিউজিক স্টোর মিলিয়ে। 


গানটি প্রতীক গাইয়েছে জি টিভি হিন্দি সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক দেবজিত দত্ত এবং গানটি লিখেছেন একজন উদীয়মান গীতিকার, সোমরাজ দাস। 


প্রতীকের এটি নিয়ে 2022 এ পঞ্চম নম্বর গান রিলিজ হল এবং ইতিমধ্যেই তার ৩ টে গান Trending এ রয়েছে । প্রতীক দাবি করেছে যে আর কিছুদিনের মধ্যে আমি ভালো নেই গানটি Music Charts এর শীর্ষে থাকবে ।


প্রতীক অসংখ্য ধন্যবাদ জানিয়েছে তার শ্রোতাদের এবং প্রতীক জানিয়েছে তার পরবর্তী কালে অনেকগুলো গান রিলিজ হতে চলেছে এবং প্রচুর ভালো ভালো কাজ আসতে চলেছে যা তার শ্রোতাদের আরো ভালো লাগবে। এবং প্রতীক তার শ্রোতাদের আর্জি জানিয়েছেন যাতে এভাবেই ওকে তারা আশীর্বাদ ভালোবাসা এবং সাপোর্ট দিতে থাকে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাঁটছড়া বাঁধতে চলেছে সংগীত পরিচালক প্রতীক কর্মকার এবং বান্ধবী, স্বর্ণালী বিশ্বাস।

"রঙ-পঞ্চমী" র প্রধান অতিথি সংগীত পরিচালক প্রতীক কর্মকার

প্রতীক কর্মকারের উপস্থিতি তে হল শারদীয়া ম্যাগাজিন - দুর্গা কথা এবং ঐন্দ্রীর প্রকাশ