PR Studios থেকে প্রকাশ হতে চলেছে সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এবং সংঘমিত্রার দেবদত্তর নতুন Folk Project

রিপোর্ট : প্রিয়া কুণ্ডু

সংগীতপরিচালক প্রতীক কর্মকার এবং গায়িকা সংঘমিত্রা দেবদত্তর নতুন Folk গান "ছাতা ধরো" প্রকাশ হতে চলেছে প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি PR STUDIOS থেকে। সেই নিয়েই গায়িকা সংঘমিত্রা দেবদত্তর মুখোমুখি হয়েছিল টলিউড ক্যানভাস।


Tollywood Canvas : টলিউড ক্যানভাসে আপনাকে স্বাগত  । প্রতীকের সাথে এটা আপনার কত নম্বর কাজ এবং আপনাদের প্রত্যেকটা কাজ ই মানুষজন অত্যন্ত ভালোবেসেছেন এবং আশীর্বাদ করেছেন, সেটা নিয়ে আপনার কি বক্তব্য ???

Sanghamitra : প্রথমেই Tollywood canvas  কে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আমার interview নেবার জন্য। Pratik এর সাথে এটা আমার 3rd project এবং আগামী দিনে আরও অনেক কাজ আসছে। আমাদের কাজগুলো মানুষের এত ভালোবাসা পাবার জন্য সবাই কে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকল কে অনুরোধ করবো আপনারা সবাই ভালো কাজের সঙ্গে থাকুন তাহলে আগামী দিনে আপনাদের উৎসাহে অনেক ভালো ভালো কাজ আপনাদের সামনে পরিবেশন করতে পারব।




Tollywood Canvas : এবার ফোঁক নিয়ে কাজ করার চিন্তা ভাবনা কেন এলো ??

Sanghamitra : হ্যা, এবার একটু অন্যরকম কিছু করার চিন্তা মাথায় নিয়ে ই folk song করার কথা ভেবে ছিলাম। বাংলা গানের মাধুর্য, বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকে ই এই সিদ্ধান্ত এবং গানের নির্বাচন টাও সম্পূর্ণ ভাবে  Pratik এর ই করা।




Tollywood Canvas : প্রতীক কর্মকারের মতন একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পীর সাথে কাজ করার এক্সপেরিয়েন্স টা যদি একটু শেয়ার করেন

Sanghamitra : Pratik এর মত একজন গুনী, প্রতিভা সম্পন্ন,যে সম্পূর্ণ নিজের যোগ্যতায় টলিউডে একটা বিশেষ জায়গা করে নিয়েছে, তার সঙ্গে আমি কাজ করবার সুযোগ পেয়েছি এটাই আমার কাছে খুব আনন্দের।ওর সুন্দর ব্যবহার, কাজের প্রতি ভালোবাসা ও সততা, নতুন শিল্পীদের সাহায্য করার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। অনেক বছর গানের জগৎ থেকে দূরে থাকার পর আবার গান নিয়ে কিছু করার স্বপ্ন আমার অপূর্ণ ই থেকে যেত যদি না আমার সঙ্গে ওর দেখা হতো বা আমি ওর সাহায্য পেতাম। গানের জগতে আজ আমি যতটুকু এগিয়েছি তার পুরো কৃতিত্ব টা আমি Pratik কেই দেব।

 

Tollywood Canvas : সঙ্গীত জীবনে আপনি কাকে অনুসরণ এবং অনুকরণ করেন?

Sanghamitra : সঙ্গীত জীবনে আমি মূলত শ্রদ্ধেয়া লতা জী, কিশোর কুমার এনাদের গান শুনে শুনে ই বড় হয়েছি। এনাদের সঙ্গীত প্রতিভা আমায় মুগ্ধ করে। পরবর্তী কালে কুমার শানু, অনুরাধা পোড়োয়াল, কবিতা কৃষ্ণমূর্তি,অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ জীর গান ও আমার অসম্ভব প্রিয়। বর্তমানে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং এর গান গুলো আমায় অনুপ্রেরণা যোগায়।




Tollywood Canvas : সংঘমিত্রা দেবদত্ত এখন প্রফেশনাল সিঙ্গার দের মধ্যে একজন। আপনার এই পথ চলাটা যদি একটু শেয়ার করেন।

Sanghamitra : ছোটবেলা থেকে ই ভালোবেসে গান বাজনা র চর্চা করেছি, প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষা ও নিয়েছি। রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি তে সঙ্গীত প্রভাকর ও সঙ্গীত বিশারদ পাশ করেছি। বরাবরই প্লে ব্যাক সিঙ্গার হবার একটা সুপ্ত বাসনা মনের মধ্যে ছিল। কিন্তু মেয়েদের জীবনে বিবাহ এবং মাতৃত্ব যেহেতু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই সবকিছু র সাথে গান কে চালিয়ে নিয়ে যাওয়া টা খুব বাধাপ্রাপ্ত হয়েছিল। তাই অনেক বছর গান থেকে আমায় দূরে থাকতে হয়েছে। কিন্তু বর্তমানে আমি আবার ভালোবাসার টানে গানের জগতে ফিরে এলাম এবং পূর্ণ উদ্যমে আমার নতুন যাত্রা শুরু করলাম প্রতীকে র আন্তরিক সাহায্য এবং অনুপ্রেরণায়।




Tollywood Canavs : আপনার পরবর্তী কি কি কাজ আসতে চলেছে??

Sanghamitra : আমার পরবর্তী কিছু কাজ আসছে অবশ্যই প্রতীকের সাথে। বাংলা ও হিন্দি অরিজিনাল গান।




Tollywood Canvas : আপনার দর্শক এবং শ্রোতাদের জন্য আপনার তরফ থেকে কিছু বার্তা???

Sanghamitra : দর্শক এবং শ্রোতা দের প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা আমার গান কে যেমন ভালোবাসা ও উৎসাহ দেন তেমনি আগামী দিনে ও আমার গান গুলো কে উৎসাহিত করে পাশে থাকবেন। ভালো কাজের সঙ্গে থাকতে সবাই কে অনুরোধ করবো। অনেক ধন্যবাদ।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাঁটছড়া বাঁধতে চলেছে সংগীত পরিচালক প্রতীক কর্মকার এবং বান্ধবী, স্বর্ণালী বিশ্বাস।

"রঙ-পঞ্চমী" র প্রধান অতিথি সংগীত পরিচালক প্রতীক কর্মকার

প্রতীক কর্মকারের উপস্থিতি তে হল শারদীয়া ম্যাগাজিন - দুর্গা কথা এবং ঐন্দ্রীর প্রকাশ