PR Studios এর তত্ত্বাবধানে প্রকাশ হতে চলেছে সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এবং গায়িকা তনুশ্রী বসুর নতুন ফোক প্রজেক্ট
খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে টলিউডের সংগীতপরিচালক প্রতীক কর্মকার এবং গায়িকা তনুশ্রী বসুর নতুন Folk Mashup, প্রতীকের মিউজিক কোম্পানি PR Studios থেকে এবং সেই বিষয়ে টলিউড ক্যানভাস এর মুখোমুখি হলো তনুশ্রীর।
Tollywood Canvas : টলিউড ক্যানভাসে আপনাকে স্বাগত । প্রতীকের সাথে এটা আপনার কত নম্বর কাজ এবং আপনাদের প্রত্যেকটা কাজ ই মানুষজন অত্যন্ত ভালোবেসেছেন এবং আশীর্বাদ করেছেন, সেটা নিয়ে আপনার কি বক্তব্য ???
Tanushree : প্রতীক এর সাথে এটা আমার ৮ নং কাজ. এখনো পর্যন্ত যত গূলো কাজ করেছি সত্যি প্রতিটা কাজ কে মানুষ ভালো বেসেছে, আশীর্বাদ করেছেন এটা অনেক বড় ব্যাপার. সব সময় যেন এই ভাবে সবার ভালোবাসা মাথায় থাকে এটাই আমার চাওয়া।
Tollywood Canvas : আপনার কন্ঠে শ্রোতারা সব ধরনের গান শুনেছেন কিন্তু এবার ফোঁক নিয়ে কাজ করার চিন্তা ভাবনা কেন এলো ???
Tanushree : মৌলিক গান, কভার গান , নিয়ে কাজ করেছি কিন্তু মাটির গান নিয়ে কাজ করবো এবার ঠিক করে ছিলাম কারণ মাটির গানের মধ্যে ও একটা অন্যরকম ভালোবাসা আছে।
Tollywood Canvas : প্রতীক কর্মকারের মতন একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পীর সাথে কাজ করার এক্সপেরিয়েন্স টা যদি একটু শেয়ার করেন
Tanushree : প্রতীক এর সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই সুন্দর। ও নিজে একজন খুব গুনি মানুষ এবং ও গুনের কদর করতে জানে। কোনো একটা কাজকে কিভাবে সুন্দর ভাবে করিয়ে নেওয়া যায় এটা ওর কাছে শেখার ।
Tollywood Canvas : সঙ্গীত জীবনে আপনি কাকে অনুসরণ এবং অনুকরণ করেন???
Tanushree : আমরা ছোট বেলা থেকে যেসকল গুনি মানুষদের গান শুনে বড়ো হয়েছি তাদের গাইতে আমার খুব ভালো লাগে তাছাড়া মৌলিক গান করছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন