সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকারের নতুন গান "তুহি চাহাত" প্রকাশ হলো PR Studios থেকে
রিপোর্ট : দীপান্বিতা হালদার
প্রকাশ হলো টলিউডের সঙ্গীত পরিচালক ও গায়ক প্রতীক কর্মকার , জিটিভি সারেগামাপা হিন্দি এবং ইন্ডিয়ান আইডল খ্যাত অজিত দত্ত এবং গায়িকা সংঘমিত্রা দেবদত্তার নতুন হিন্দি গান " Tu Hi Chahat " । গানটি প্রকাশ হয়েছে প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি PR Studios থেকে । প্রতীক জানিয়েছে প্রতীকের এই বছরে ৪০ টি গান প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যেই ৩২ টি গান Trending এ রয়েছে ।
আন্টি ইতিমধ্যেই প্রচুর শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশংসা কুড়িয়েছে। গানটি একটি প্যাশনেট রোমান্টিক সং। প্রতীক প্রতিবারের ন্যায় এবারও নিজে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, প্রতিটি বাদ্যযন্ত্র নিজে বাজিয়েছে, রেকর্ডিং করেছে এবং তার সাথে মিক্সিং ও মাস্টারিং করেছে। যাকে বলে একা হতে গুরুদায়িত্ব। প্রতীক এবং সংঘমিত্রার জুটির এটি নবম কাজ। এবং গানটি রিলিজ হয়েছে প্রতীকের মিউজিক কোম্পানি PR Studios থেকে।
গানটি JioSaavn, Gaana তে ট্রেন্ডিং এ রয়েছে এবং ইউটিউবেও প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে।
প্রতীকের পরবর্তী দুটি টলিউড ফিল্ম আসতে চলেছে যেখানে প্রতীক , সুরকার এবং গীতিকার হিসেবে কাজ করেছে। প্রতীকের এই নিয়ে ১৫৬ টি ফিল্ম এবং নন ফিল্ম গান প্রকাশ হলো এবং প্রতিবারের ন্যায় এবারও প্রতীক এই গানটা নিয়ে খুব আশাবাদী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন