কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে মিউজিক ডাইরেক্টরের পথটা খুব সহজ ছিল না - বললেন প্রতীক
রিপোর্ট : সোহেলী সরকার
প্রতীক কর্মকার, এখন টলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি অন্যতম নাম । বহু হিট গানের স্রষ্টা প্রতীক। অনেক সিরিয়ালের টাইটেল ট্র্যাক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন প্রতীক। ঝুলিতে রয়েছে প্রচুর হিট গানের সম্ভার এবং তার প্রতিটা গান মিউজিক চার্টসে ট্রেন্ডিং এ রয়েছে।
কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে এই ধান এবং জায়গা করা টা তার জন্য খুবই সহজ ছিল না সেটা আমাদের কে জানিয়েছে সংগীত পরিচালক এবং গায়ক প্রতীক কর্মকার।
প্রতীক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু পেশাগত তিনি একজন সংগীত পরিচালক , মিউজিক অ্যারেঞ্জার এবং মিউজিক প্রোগ্রামার । সংগীত তার প্রধান এবং একমাত্র পেশা । খুব কম বয়সেই তিনি তার চাকরি ছেড়ে দেন এবং একটি মেগা চ্যানেলের মিউজিক ডাইরেক্টর এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোরার হিসেবে যোগদান করেন। কিন্তু বলা বাহুল্য যে প্রতীকের গান বাজনায় হাতে খড়ি হয়েছে হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বছর থেকে এবং খুব অল্প সময়েই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের একটি জায়গা করে নিতে পেরেছেন ।
প্রতীক জানিয়েছেন খুব অল্প বয়সেই তার বাবাকে হারিয়েছেন তিনি এবং জীবনে প্রতিটা মুহূর্তের সাথে লড়াই করে আজ এই জায়গা এবং সম্মান অর্জন করেছেন। এর পিছনে প্রচুর লোকের অবদান আছে । সব থেকে বড় অবদান আছে ওনার মা, শ্রীমতি প্রতিমা কর্মকার এবং উনার দাদা, দ্বীপ কর্মকারের। এবং ওনার স্কুল, মনসুর হাবিবুল্লাহ মেমোরিয়াল স্কুল ( সাউথ এন্ড স্কুল ) এর শিক্ষক এবং শিক্ষিকাদের।
প্রতীকের এই পথচলাটা যে খুব সহজ ছিল না সেটা আমরা সবাই বুঝতে পারছি এবং আশা করছি পরবর্তীকালে আরো অনেক গানের সম্ভার নিয়ে প্রতীক আমাদের এভাবেই মুগ্ধ করে রাখবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন