রণদীপের নতুন প্রজেক্টে প্রতীকের কথা এবং সুরে গান গাইছে অন্বেষা
রিপোর্ট : শ্রাবন্তী দত্ত
পরিচালক রণদীপ সরকারের নতুন বোল্ড এবং সেন্সোস প্রজেক্ট এ কাজ করছেন নতুন প্রজন্মের দুজন প্রখ্যাত শিল্পী প্রতীক কর্মকার এবং অন্বেষা দত্ত।
প্রতীক এই গানটির কথা, সুর, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, ম্যাজিক প্রোগ্রামিং, রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং এবং প্রতিটি বাদ্যযন্ত্র নিজের হাতে বাজানোর গুরু দায়িত্ব, যা তিনি ওনার প্রত্যেকটি গানের জন্যই করে থাকেন, নিজের কাধে তুলে নিয়েছেন। জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্ত এই গানটি গাইছেন এবং প্রতীক - অন্বেষার জুটির এটি সপ্তম তম কাজ। গানটি সবকটি ডিজিটাল platforms এবং ডিজিটাল মিউজিক স্টোর্সে প্রকাশ হবে প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি PR Studios থেকে।
প্রতীকের সঙ্গে যোগাযোগ করলে প্রতীক আমাদের জানায় যে গানটি একেবারে তার সদ্যোজাত অবস্থায় রয়েছে এবং খুব তাড়াতাড়ি গানটির মূল কাজ শুরু করতে চলেছেন উনি।
প্রতীকের এই বছরে ৪৫ টি গান প্রকাশ হয়েছে এবং প্রত্যেকটি গান trending এ ছিল। এখনো গানগুলির মধ্যে কয়েকটি অনেক প্লাটফর্ম এ এখনো trending এ রয়েছে । প্রতীকের এ বছরে প্রচুর শর্ট-ফিল্ম মিউজিক দিয়েছেন এবং সেগুলিও রিলিজের অপেক্ষায়। এবং দুটি ফিচার ফিল্ম এর ও কাজ চলছে যার ব্যাপারে শিল্পী আমাদের কাছে মুখ খুলতে চাননি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন