TRENDING: প্রতীকের নতুন হিন্দি গান "জানে কিউ"
রিপোর্ট : রুপা পোদ্দার
এই দীপাবলি তে Release হল সংগীতপরিচালক ও গায়ক প্রতীক কর্মকারের আরেকটি নতুন গান "জানে কিউ". প্রকাশ হলো প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি , PR Studios থেকে। গানটি গেয়েছেন প্রতীক নিজে এবং নবাগতা রিমলি পরাশর। গানটি ইতিমধ্যেই Trending এ রয়েছে প্রত্যেকটি ডিজিটাল মিউজিক প্লাটফর্মে।
গানটি একটি হিন্দি রোমান্টিক গান এবং গানটি লেখা, সুর করা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা, মিউজিক প্রোগ্রামিং করা, রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং করা সম্পূর্ণভাবে প্রতীকের একা হাতে এবং গানটিতে যা যা বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছে তা সম্পূর্ণভাবে প্রতীকের নিজের বাজানো। গানটি খুব সুন্দর ভাবে গেয়েছেন রিমলি পরাশর।
প্রতীক এবং রিমলির এটি প্রথম একসাথে কাজ এবং পরবর্তীকালে প্রতীকের মতো একজন অভিজ্ঞ এবং মিউজিক ইন্ডাস্ট্রির পেশাদার ডাইরেক্টর এর সাথে এবং সান্নিধ্যে প্রচুর কাজ করতে চায় , এমনটা জানালেন গায়িকা রিমলি পরাশর।
প্রতীক কে রিমলির ব্যাপারে জিজ্ঞেস করলে প্রতীক বলেন "রিমলি নতুনদের মধ্যে খুব প্রতিভাশীল এবং ওর রিয়াজটা খুব পাক্কা। ভালো লাগে যখন নতুনরা আমার হাত ধরে, বা আমার কোম্পানি PR Studios এর হাত ধরে একটা দিশা পায় এবং তাদের ট্যালেন্ট কে লোকের সামনে তুলে ধরার জায়গা পায়। পরবর্তীকালে এক সাথে আরো কাজ করার ইচ্ছা রইল । দেখা যাক। "
পুজো বা যে কোন ফেস্টিভেল মানেই প্রেমের একটা আবেগ ভালবাসার একটি আবহাওয়া এবং সেটা মাথায় রেখেই সংগীত পরিচালক প্রতীক কর্মকার এই রোমান্টিক Song টি প্রকাশ করলেন |
এবং প্রতীকের এই চিন্তা ভাবনাকে সম্মান জানিয়ে তার শ্রোতারা ইতিমধ্যেই গানটিকে Jiosaavn এবং Gaana তে Trendingএ রেখেছে। গানটি ইতিমধ্যে ৫০০০০ প্লেস ছাড়িয়ে গেছে সবকটি OTT প্লাটফর্ম মিলিয়ে এবং মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে।
পুজোর পরে প্রতীক কাজ করছে ৩টি টলিউড ফিচার ফিল্ম এ , যার মধ্যে একটি যোগেন্দ্র প্রিন্স নিবেদিত এবং গৌরাঙ্গ জানা পরিচালিত "প্রেমাগ্নি" । ফিল্ম গুলির শুটিং খুব সম্ভবত নভেম্বর থেকে স্টার্ট হবে। এবং তাছাড়াও প্রতীক প্রচুর ওয়েব সিরিজ , শর্ট ফিল্ম এ সুরকার , গীতিকার এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ করছেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন