প্রতীকের কথা এবং সুরে, তমজিতের কন্ঠে এবং শ্রীজিতের তত্ত্বাবধানে আসছে নতুন গান "বেপরোয়া মন"
রিপোর্ট : মৌসুমী ভঞ্জ
সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এবং চিত্রপরিচালক শ্রীজিত তথা আর.জে. ফিল্ম এর নতুন প্রজেক্ট "বেপরোয়া মন" গানটির কাজ শুরু হয়ে গিয়েছে প্রতীকের নিজস্ব স্টুডিও, "পি.আর. স্টুডিওস" এ।
গানটি একটি রোমান্টিক গান এবং প্রতীক এতে বিভিন্ন মডার্ন মিউজিকের এলিমেন্টস প্রয়োগ করেছে। প্রতীকের প্রত্যেকটি গানের মতো এই গানটি ও প্রতীকের লেখা, সুর করা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মিউজিক প্রোগ্রামিং করা, মিক্সিং ও মাস্টারিং করা এবং প্রত্যেকটি বাদ্যযন্ত্র যা যা ব্যবহার হয়েছে গানটিতে সেগুলি প্রতীকের নিজের হাতেই বাজানো। একাধারে এতগুলি কাজ দক্ষতার সাথে এবং প্রফেশনালি অন্য কোন মিউজিক ডাইরেক্টর বা কম্পোজার কে করতে দেখা গিয়েছে কি না, সেটা অনেকেরই অজানা। গানটি গেয়েছে জি সারেগামাপা খ্যাত , তমজিত দাশগুপ্ত এবং সেটি রেকর্ডিং হয়েছে প্রতীকের নিজস্ব স্টুডিও তেই।
আর.জে. ফিল্ম এর প্রযোজনায় মিউজিক ভিডিওটি পরিচালনা করেছে রাহুল দাস। মিউজিক ভিডিওটিতে শীর্ষ চরিত্রে রয়েছে রাজদীপ পাত্র এবং বৈশাখী শীল। মিউজিক ভিডিওটির ক্যামেরা এবং ডিওপির দায়িত্বে রয়েছে অমিত এবং অভিনন্দন। মিউজিক ভিডিওটির শুটিং চলছে সিকিমে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন