সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এর নতুন গান "ওম স্বস্তি ফিল্মস" এর জন্য, সুযোগ পেলেন নবাগতা অভিষিক্তা
রিপোর্ট : নন্দিনী দাশগুপ্ত
শ্রী দাস এর পরিচালনায় আসতে চলেছে গীতিকার, সংগীত পরিচালক এবং সঙ্গীত আয়োজক, প্রতীক কর্মকার এর নতুন গান "এই মন" । প্রযোজনায় রয়েছেন ওম স্বস্তি ফিল্মস। প্রতীক গানটি লিখেছে এবং সুর করেছে। গানটি গেয়েছে প্রতীক নিজে এবং নবাগতা অভিষিক্তা দে। গানটির অডিওটি প্রকাশ হচ্ছে প্রতীক এর নিজস্ব মিউজিক কোম্পানি, "পি. আর. স্টুডিওস" থেকে এবং গানটির ভিডিও, ওম স্বস্তি ফিল্মস এর ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে। গানটি পরবর্তীকালে একটি স্বল্প দৈর্ঘ্যর ফিল্মেও ব্যবহৃত হবে বলে জানা গেছে।
প্রতীকের প্রত্যেকটি গানের মতোই গানটি একাধারে লেখা, সুর করা এবং তাতে মিউজিক দেওয়া পুরোটাই হয়েছে প্রতীকের নিজের হাতে। গানটিতে যে সকল বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছে সেটিও প্রতীকে নিজের হাতে বাজানো এবং তার সাথে গানটির রেকর্ডিং ও মিক্সিং মাস্টারিং প্রতীকের নিজের করা। গানটি তে মহিলা কন্ঠ শুনতে পাওয়া যাবে নবাগতা, অভিষিক্তা দে'র । প্রতীক সবসময় নতুনদের সুযোগ দিয়েছে এবং তার নিজস্ব মিউজিক কোম্পানি স্থাপনার অন্যতম কারণ হলো নতুন দের প্রতিভা এবং সংগীত, বিশ্বের দরবারে তুলে ধরা। প্রতীক বরাবর সেটাই করে চলেছে।
গানটি এবারের সরস্বতী পুজোর দিন অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তে প্রকাশ করার একটি চিন্তাভাবনা চলছে প্রতীক এবং শ্রী এর। সেটা খুব তাড়াতাড়ি তারা প্রকাশ করবে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন