"রঙ-পঞ্চমী" র প্রধান অতিথি সংগীত পরিচালক প্রতীক কর্মকার
রিপোর্ট : কিংশুক দাস
১৭ই মার্চ অনুষ্ঠিত হলো গ্রিন চিলি প্রোডাকশনের বসন্ত উৎসব - রং-পঞ্চমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট সংগীত পরিচালক , শ্রী প্রতীক কর্মকার মহাসয়। প্রতীক সেখানের শ্রোতা এবং দর্শকদের জন্য কিছু বক্তব্য রাখেন এবং নিজের গলায় "ওরে গৃহবাসী" গানটির দুটি লাইন শোনান।
রংপঞ্চমীর আয়োজকেরা প্রতীক কর্মকার কে তাদের মাঝে পেয়ে অত্যন্ত আপ্লুত হয়েছেন। গ্রীন চিলি প্রোডাকশনের কর্ণধার, মৌমিতা মুখার্জী এবং স্ন্যাপ বাজ এর কর্ণধার, সুকান্ত কর্মকার , প্রধান অতিথি প্রতি কর্মকারকে সম্মাননা প্রদান করেন এবং বরণ করে নেন। প্রতীক জানিয়েছেন - " এত সুন্দর একটি আবহাওয়া এবং আদেশের মধ্যে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। ছোট ছোট ছেলেমেয়েরা বসন্ত উৎসবে নাচ গান ও আবৃতি প্রদর্শন করলো। খুবই ঘরোয়া পরিবেশ এবং আন্তরিকতায় ভরা কিছু মুহূর্ত কাটালাম এখানে। এর জন্য অসংখ্য ধন্যবাদ গ্রিন চিলি প্রোডাকশন্স কে, আমার প্রিয় দিদি - মৌমিতা মুখার্জী দি কে এবং আমার ছোট ভাই, সাগর পাল কে।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন