পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুশান্ত দেওয়ানের নতুন প্রকল্পের Theme Song তৈরি করলেন সংগীত পরিচালক প্রতীক কর্মকার

ছবি
  রিপোর্ট : নবনীতা দাস টলিউডের সংগীত পরিচালক গায়ক প্রতীক কর্মকার এবার জুটি বাঁধলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুশান্ত দেওয়ানের সাথে এবং তৈরি করলেন নতুন গান PaySmart Swayam থিম সং। গানটি প্রতীক নিজে লিখেছেন, সুর করেছেন ,সমস্ত বাদ্যযন্ত্র নিজে বাজিয়েছেন এবং গানটির মিক্সিং মাস্টারিং ও করেছেন, নিজের স্টুডিওতে । প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো মহিলাদের আরো শক্ত করা, তাদের আরো কর্মঠ করা, তাদের শক্তি বাড়ানো এবং বিনা ইনভেস্টমেন্টে নতুন ব্যবসা শুরু করার একটি প্রকল্প । এই প্রকল্পে শুধু একটি স্মার্টফোনের দরকার | নিজস্ব আধার কার্ড থাকলেই মহিলারা ব্যবসা শুরু করতে পারবেন কোন পুঁজি ছাড়া । এটি খুব একটি সুন্দর প্রকল্প যা সুশান্ত দিওয়ান ভেবেছেন মহিলাদের জন্য এবং তাদের হাত আরো শক্ত করার জন্য। যারা এই প্রকল্পের লাভ উঠাতে চান তারা অতি শীঘ্রই সুশান্তদার সাথে যোগাযোগ করুন । প্রকল্পটির থিম সং তৈরি করলেন টলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এবং গানটি Callertune হিসেবে সবকটি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে থাকবে এবং সমস্ত ডিজিটাল মিউজিক স্টোরসে পাওয়া যাবে।

PR Studios এর নিবেদনে Tollywood Canvas এর মুখোমুখি অভিনেতা, মৃন্ময় ভদ্র

ছবি
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে টলিউডের সংগীতপরিচালক প্রতীক কর্মকার এবং জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্তের গান "যদি তুমি জানতে" এর মিউজিক ভিডিও এবং তাতে নজরবিহীন অভিনয় করেছেন অভিনেতা মৃন্ময় ভদ্র । PR Studios এর কর্ণধার প্রতীক কর্মকার এর দৌলতে Tollywood Canvas এর মুখোমুখি হয়েছিল মৃন্ময় । আসুন পড়েনি মৃন্ময় তার সাক্ষাৎকারে কি বলেছেন। Tollywood Canvas - "যদি তুমি জানতে" মিউজিক ভিডিও তে কাজ করার প্রতিক্রিয়া কেমন ? Mrinmoy : কাজ টি করার সুযোগ পেয়ে আমি খুব খুশি ৷ গানটি প্রথম বার শুনেই, আমর খুব পছন্দ হয়েছিল ৷ গানটির প্রতিটা লাইন সত্যি মন ছুয়ে যায়৷ ত্রবং গানটির ভিডিও শুট করা নিয়ে, আমি খুব Excited ছিলাম ৷ Tollywood Canvas : NIRI 9 এর মতো একটি National App এর সাথে যুক্ত হতে পেরে তোমার কেমন লাগছে? Mrinmoy : NIRI 9 App এর সাথে যুক্ত হতে পেরে, আমি সত্যি খুব আনন্দিত ৷ নিরি নাইন ত্রর অংশ হতে পেরে আমি সত্যি খুশি ৷ আশা রাখছি আগামী দিনে নিরি নাইন এর থেকে আরোও অনেক কাজ করার সুযোগ পাবো ৷ Tollywood Canvas : এই মিউজিক ভিডিওটিতে তুমি একজন প্রেমিক হিসেবে অভিনয় করেছ ,এই চরিত্র ছাড...

২৫০০০ প্লে ছাড়ালো "আমি ভালো নেই" গানটি এক দিনে - জানালেন সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার এবং তার সংস্থা, PR Studios

ছবি
  প্রতীক কর্মকার, যিনি এখনকার টলিউডের একজন নামকরা সঙ্গীত পরিচালক এবং মিউজিক অ্যারেঞ্জার বলা যেতে পারে, তিনি এই গানটির স্রষ্টা এবং গানটি কম্পজ করা থেকে সঙ্গীত আয়োজন এবং গানটির মিক্সিং মাস্টারিং সর্বত্রই প্রতীকের হাতে হয়েছে। গানটি প্রকাশ হয়েছে প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি,  PR Studios থেকে । প্রতীক জানিয়েছেন যে "আমি ভালো নেই" গানটির ইতিমধ্যে প্রত্যেকটি ডিজিটাল মিউজিক স্টোরস গুলিতে জনপ্রিয় হয়ে উঠেছে এবং একদিনে ২৫০০০ প্লে অতিক্রম করেছে সবকটা ডিজিটাল মিউজিক স্টোর মিলিয়ে।  গানটি প্রতীক গাইয়েছে জি টিভি হিন্দি সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক দেবজিত দত্ত এবং গানটি লিখেছেন একজন উদীয়মান গীতিকার, সোমরাজ দাস।  প্রতীকের এটি নিয়ে 2022 এ পঞ্চম নম্বর গান রিলিজ হল এবং ইতিমধ্যেই তার ৩ টে গান Trending এ রয়েছে । প্রতীক দাবি করেছে যে আর কিছুদিনের মধ্যে আমি ভালো নেই গানটি Music Charts এর শীর্ষে থাকবে । প্রতীক অসংখ্য ধন্যবাদ জানিয়েছে তার শ্রোতাদের এবং প্রতীক জানিয়েছে তার পরবর্তী কালে অনেকগুলো গান রিলিজ হতে চলেছে এবং প্রচুর ভালো ভালো কাজ আসতে চলেছে যা তার শ্রোতাদের ...

প্রতীক এবং অন্বেষার গান "যদি তুমি জানতে" র মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে NIRI 9 ইউটিউব চ্যানেল থেকে

ছবি
  সম্প্রতি শেষ হলো টলিউডের সংগীত পরিচালক প্রতীক কর্মকারের এবং জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্তের গাওয়া নতুন গান "যদি তুমি জানতে" র মিউজিক ভিডিওর শুটিং। এই মিউজিক ভিডিওটি মুক্তি পাচ্ছে 18 ই জানুয়ারি, NIRI 9 ইউটিউব চ্যানেলে । গানটি লিখেছেন গীতিকার নির্মাল্য ঘোষ এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তন্ময় চক্রবর্তী। মিউজিক ভিডিওটিতে আমরা দেখতে পাবো অভিনেত্রী অর্পিতা সেনাপতি কে এবং মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন রিতম দাস এবং নবকুমার দাস । প্রতীক জানিয়েছেন সে মিউজিক ভিডিওটি নিয়ে খুব আশাবাদী এবং ভিডিও টিমের কাজ দেখে সে খুব আপ্লুত। প্রতীক ধন্যবাদ জানিয়েছেন NIRI 9 অ্যাপ কে এবং তার সাথে Niri 9 এর কর্ণধার যুন্মনি দেবী খাউন্ড কে। ১৮ই জানুয়ারি মিউজিক ভিডিওটি মুক্তি পাচ্ছে Niri 9 ইউটিউব চ্যানেলে এবং প্রতীক তার শ্রোতাদের অনুরোধ করেছে যাতে তারা  Niri 9 youtube channel টি সাবস্ক্রাইব করেন এবং প্রতিবারের ন্যায় এইবারও গানটিকে সমান ভালোবাসা দেয়।  গানটির মিউজিক ভিডিও শুট হয়েছে চুঁচুড়া তে এবং গানটির প্রযোজক নির্মাল্য ঘোষ জানিয়েছেন যে কলাকুশলীরা খুব খাটাখাটনি করে এবং খুব...

সংগীতপরিচালক প্রতীক কর্মকার এবং পরিচালক তন্ময় মন্ডলের জুটি এবার বড় পর্দায় এবং অভিনব চরিত্রে

ছবি
  শ্রী নারায়না ফিল্মস প্রযোজিত এবং তন্ময় মন্ডল এর পরিচালনায় বাংলা ফিচার ফিল্ম "দম" খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে আপনার নিকট প্রেক্ষাগৃহে। এই ছবিতে অভিনয় করেছেন মনোজ মিত্র এবং কল্যাণী মন্ডল এর মত দক্ষ এবং মেগা অভিনেতারা এবং তার সাথে শীর্ষ অভিনেতা হিসেবে রয়েছে অর্পণ ব্যানার্জি এবং  অভিনেত্রী হিসেবে রয়েছে অর্পিতা দেব। অন্যান্য চরিত্রে রয়েছেন শিশু শিল্পী আকাঙ্ক্ষা , গোবিন্দ রাজ পন্ডিত, ঈশান রায় এবং অন্যান্যরা। ছবিটির চিত্রগ্রহণে রয়েছে সৌভিক হালদার এবং নৃত্য পরিকল্পনা রয়েছে সুযুগ কুমার । সিনেমাটির এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন তন্ময় নিজেই ।  কিন্তু এই ফিচার ফিল্ম এ আমরা টলিউডের অন্যতম সঙ্গীত পরিচালক, প্রতীক কর্মকারকে পাব একটি অন্য রূপে। সিনেমার সমস্ত ডাবিং এর কাজ হয়েছে প্রতীকে নিজের স্টুডিও - PR Studios এ। এবং সমস্ত ডাবিং টা রেকর্ড করা প্রতীকের নিজের এবং বলাই বাহুল্য যে সংগীতপরিচালক প্রতীক কর্মকার এখানে একজন ডাবিং রেকর্ডিস্ট হিসেবে কাজ করেছেন এবং এবং প্রতীক জানিয়েছে যে এটি ওনার ডাবিং রেকর্ডিস্ট হিসেবে কাজ করা তৃতীয় নম্বর ফিচার ফিল...